গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, শনিবার সন্ধ্যা ৬টার পর থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে বিএনপিসহ ২০ দলীয় জোট এবং ছাত্রলীগের পাল্টাপাল্টি সভা ডাকা নিয়ে স্থানীয় জেলা প্রশাসন শুক্রবার দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠ ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে। বিএনপির জনসভাস্থলে ১৪৪ ধারা জারির প্রতিবাদে শুক্রবার রাতে বিএনপি শনিবার গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।

(ওএস/এটিআর/ডিসেম্বর ২৭, ২০১৪)