বাগেরহাট প্রতিনিধি :দক্ষ শ্রমিক গঠনে বাগেরহাট উপজেলা পরিষদের উদ্যোগে ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিদেশ গমনে ইচ্ছুকদের ফ্রি ভাষা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রত্যয়ে বেকার যুব ও মহিলাদের ৪ মাস ব্যাপী কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সেও শুভ উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম এতেশামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী প্রমুখ।বক্তারা বলেন বাগেরহাট উপজেলা পরিষদের ফ্রি ভাষা শিক্ষা প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়বার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

এর ফলে এলাকার বেকারা প্রশিক্ষন নিয়ে বিদেশে গিয়ে দক্ষতার সাথে কাজ করতে পারবে এবং দেশের অর্থনীতির উন্নয়নে বিশেষ অবদান রাখতে পারবে। দেশে প্রতিটি এলাকায় এমন উদ্দ্যোগ নিলে বেকার সমস্যা অনেকাংশে দুরভীত হবে।১ম পর্যায়ে ২ জন শিক্ষকের তত্বাবধানে ১১০ জন প্রশিক্ষনার্থী ৪ মোস মেয়াদী প্রশিক্ষণ নিবে।



(আরএনকে/এসসি/ডিসেম্বর২৭,২০১৪)