স্টাফ রিপোর্ট : বন্ড ছেড়ে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) পরিচালনা পর্ষদ। সিদ্ধান্ত অনুযায়ী ৫০০ কোটি টাকা আকারের সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়বে প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর মাধ্যমে ইউসিবিএল দ্বিতীয়বারের মতো বন্ড ছাড়তে যাচ্ছে। তবে এ বিষয়ে ব্যাংকের শেয়ারহোল্ডারদের অনুমোদন নেবে ইউসিবিএল। এর পর সংশ্লিস্ট নীতিনির্ধারক প্রতিষ্ঠান অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে ইউসিবিএলের পক্ষ থেকে জানানো হয়েছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৮, ২০১৪)