কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়াসহ খুলনা বিভাগে আগামী ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে কুষ্টিয়ার মজমপুর গেট এলাকায় খুলনা বিভাগীয় আঞ্চলিক শ্রমিক ফেডারেশন আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।

চার দফা দাবি আদায়ের লক্ষে খুলনা বিভাগীয় আঞ্চলিক শ্রমিক ফেডারেশন আয়োজিত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে কুষ্টিয়াসহ খুলনা বিভাগের ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় আঞ্চলিক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বকস দুদু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় আঞ্চলিক শ্রমিক ফেডারেশনের সভাপতি আজিজুল আলম মিন্টু।

এসময় আরো বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় আঞ্চলিক শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আফজাল হোসেন প্রমুখ।

শ্রমিকদের ৩ বছরের পরিবর্তে ৭ বছরের সশ্রম কারাদন্ডের বিধান, লাইসেন্সের নামে বিআরটিএ এর হয়রানি, ফেরিঘাটের সিরিয়ালের নামে শ্রমিক হয়রানি ও হাইওয়ে স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদ জানিয়ে চার দফা দাবি আদায়ের লক্ষে আগামী ৩১ ডিসেম্বর ভোর ছয়টা থেকে শুরু হয়ে ২ জানুয়ারি ভোর ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টার খুলনা বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।

(কেকে/এইচআর/ডিসেম্বর ২৮, ২০১৪)