ঝিনাইদহ প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আব্দুল কুদ্দুস (৫৫) নামে এক কর্মী নিহত হয়েছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১৫ জন। তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নিত্যনন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোপালপুর গ্রামে এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে রবিবার সাড়ে ১১টার দিকে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী অপর আওয়ামী লীগ নেতা ফারুক গ্রুপের নেতাকর্মীরা পরস্পরের বাড়িঘরে হামলা করে ভাঙচুর ও লুটপাট শুরু করে। একপর্যায়ে ১২টার দিকে ফারুক গ্রুপের কর্মী আব্দুল কুদ্দুস ঘটনাস্থলেই নিহত হয়। এ খবর ছড়িয়ে পড়লে সংঘর্ষে আরো ব্যাপক আকার ধারণ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলেও তারা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তারা ঘটনাস্থলে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছেন।

(ওএস/এএস/ডিসেম্বর ২৮, ২০১৪)