কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : আর এক সপ্তাহ পর ক্ষেতের ক্ষিরা বিক্রি করে নিজের বসত ঘর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের স্বপ্ন দেখেছিলেন কৃষক বাদশা হাওলাদার ও রুশিয়া দম্পত্তি। কিন্তু রবিবার সকালে ঘুম থেকে উঠে দেখে তাদের সকল স্বপ্ন শেষ। ধারদেনা করে ছয় শতাংশ জমির ফলন্ত ক্ষিরার গাছ কেটে ফেলে র্দুবৃত্তরা। চুরি করে নিয়েছে ঘরের উঠোনে থাকা প্রায় নয় মন ধান। পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের উত্তর চাকামইয়া গ্রামে শনিবার রাতে এ কৃষক দম্পতির সর্বনাশ করে র্দুবৃত্তরা।

কৃষক বাদশা অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ বারেক, আফাজ তার এই সর্বনাশ করেছে। তার ক্ষেতের ১২০টি ফলন্ত ক্ষিরার গাছ কেটে ফেলা হয়েছে। অথচ আগামী এক সপ্তাহের মধ্যে এ ক্ষেতের ক্ষিরা সে বিক্রি করতে পারতো। রবিবার সকালে এ কাটা ক্ষিরা গাছের কিছু অংশ নিয়ে কলাপাড়া শহরে আসেন বিচারের আশায়। এ ব্যাপারে অভিযুক্ত বারেক কৃষক দম্পতির গাছ কাটার কথা অস্বীকার করেন।

কলাপাড়া থানার ওসি মো. আজিজুর রহমান সাংবাদিকদের জানান, এ ঘটনায় মামলা দায়ের করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(এমকেআর/এএস/ডিসেম্বর ২৮, ২০১৪)