খুলনা প্রতিনিধি: খুলনার কাস্টমঘাট এলাকায় নির্মাণাধীন পর্যটক জাহাজে আগুন লেগেছে। রবিবার রাত ২টার দিকে আগুন লাগলে দমকল বিভাগের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনা দমকল বিভাগের সহকারী পরিচালক বদরুল আলম সোমবার সকালে জানান, রাত ২টার দিকে নির্মাণাধীন পর্যটন জাহাজের তিনতলায় ডেকোরেশনের কাজ করার সময় শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় টুটপাড়া ও খুলনা দমকল বিভাগের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকার উপরে হবে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৯, ২০১৪)