নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে হরতাল সমর্থনকারী পিকেটারদের ইটের আঘাতে শামসুন্নাহার (৩৭) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। তিনি ঢাকার আগারগাঁও তাওহিদ ল্যাবরেটরি স্কুলের শিক্ষিকা।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মাইজদী পৌরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোতালেব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

শামসুন্নাহার লক্ষ্মীপুর জেলার রামগতি থানার পুরগাছা গ্রামের মো. সাহাজানের স্ত্রী। এ সময় স্বামী সাহাজানও ইটের আঘাতে আহত হয়।

একই ঘটনায় আহত সাহাজানের বন্ধু আলমগীর জানান, সকালে সামছুন নাহার ও তার স্বামী সাহাজান তার নীজ বাড়ি লক্ষ্মীপুরের রামগতি থেকে মাইক্রোযোগে নোয়াখালী আসছিল। তাদের বহনকারী গাড়ীটি নোয়াখালীর মাইজদী পৌরবাজারের পৌরকল্যাণ স্কুলের সামনে পৌঁছলে পিকেটারের ইটে সামছুন নাহার মাথায় আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত হয়।

নোয়াখালী জেলা পুলিশ সুপার ইলিয়াস শরীফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৯, ২০১৪)