মেহেরপুর প্রতিনিধি : বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের প্রতিবাদে মেহেরপুরে জেলা ছাত্রলীগ ও গাংনীতে হরতাল বিরোধী মিছিল করেছে উপজেলা যুবলীগ। তবে বিএনপিকে মাঠে দেখা যায়নি। এদিকে জেলা জুড়ে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে।আন্ত:জেলা ও দুরপাল্লার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শহরেরর দোকানপাটও আংশিক খোলা রয়েছে।

এদিকে, সোমবার দুপুর ১২ টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে হরতাল বিরোধী একটি মিছিল শুরু হয়। মিছিলটি শহরের হোটেল বাজার থেকে শুরু করে বড়বাজারে যেয়ে শেষ হয়। মিছিলে অন্যান্যদের মধ্যে সাধারন সম্পাদক জুয়েল রানা, শহর যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান পোলেন, কলেজ শাখার সাধারণ সম্পাদক কুদরত ই খুদা রুবেল, ছাত্রলীগ নেতা জুনায়েদ ইমতিয়াজ, রাশেদুল ইসলাম আনন্দসহ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। এ সময় শহরের বিভিন্ন বন্ধ দোকান খোলার রাখার আহবান জানান এবং নিজেরাও কিছু দোকানের সার্টার খুলে দেন।

অপরদিকে,সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সংসদ সদস্য মকবুল হোসেনের বাড়ির সামনে থেকে হরতাল বিরোধী মিছিলটি বের হয়ে হাসপাতাল বাজার ঘুরে বাসষ্টান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, আওয়ামী লীগ নেতা ইয়াসিন রেজা, জেলা যুবলীগের সহ-সভাপতি আল ফারুক, যুগ্ম সম্পাদক সোহেল আহমেদ, গাংনী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদ শফি কামাল পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, যুবলীগ নেতা বারিউল ইসলাম, আওয়ামীলীগ নেতা ও গাংনী পৗর সভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান ডাবু, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সহিদুজ্জামান শিপু সহ, বঙ্গবন্ধু সৈনিকিেলগর যুগ্ম আহবায়ক ফারুক হাসান, গাংনী উপজেলা সৈনিকলীগের সহসভাপতি জিয়াউল হক জিয়া, যুবলীগ নেতা আশিকুর রহমান আকাশ, আসাদুজ্জামান মিলনসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

(ইএম/এএস/ডিসেম্বর ২৯, ২০১৪)