শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুরে বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের প্রাথমিক শ্রেণির ছাত্র ছাত্রী দের বই আনতে উপজেলা শিক্ষা অফিসে টাকা দিতে হচ্ছে। জানা গেছে শাহজাদপুর পৌরসদরে অবস্থিত বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুল থেকে ১০০০ টাকা ও পৌরসভার বাইরের স্কুল থেকে ৫০০ টাকা করে নেয়া হচ্ছে।

এর সত্যতা স্বীকার করে সদর ক্লাস্টারের এটিও মো. নাজমুল করিম জানান প্রথম দিকে বই বিতরনের কাজে নিয়জিত শ্রমিকদের মুজুরি দিতে এ টাকা নেয়া হয়েছিল, এখন তা নেয়া হচ্ছেনা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক অভিযোগ করেন উপজেলা শিক্ষা অফিসে টাকা দিয়েই তাদের বই আনতে হয়েছে।

এ ব্যাপারে কথা হয় উপজেলা শিক্ষা অফিসার মো. আক্তারুজ্জামানের সাথে । তিনি জানান বই সরবরাহ কাজে নিয়জিত লেবারদের মুজুরি বাবদ টাকা নেয়া হচ্ছে তা তার জানা নেই, তার অফিসের যদি কেউ টাকা নিয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। উল্লেক্ষ্য শাহজাদপুর উপজেলায় প্রায় ৮০ টি কিন্ডার গার্টেন স্কুল রয়েছে।

(এআরপি/এএস/ডিসেম্বর ২৯, ২০১৪)