নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর নগরীর বড়বাড়ি এলাকার ফাইভ স্টার ইন্টারলাইন কারখানার গুদামে আগুন লেগে তুলা ও সুতা পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শাহীন আলম জানান, বড়বাড়ি এলাকার ফ্রেসকো স্টিল কারখানার ভেতর টিনসেড ভবন ভাড়া নিয়ে ফাইভ স্টার ইন্টারলাইন নামের কারখানাটি তুলা থেকে সুতা তৈরি করে আসছিল।

সোমবার দুপুর ১২টার দিকে ওই কারখানার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট উপস্থিত হয়ে আগুন নেভায়। আগুনে তুলা, সুতা ও ফেব্রিক্স পুড়ে গেছে। তিনি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।

(এসএএস/এএস/ডিসেম্বর ২৯, ২০১৪)