স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি মঙ্গলবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

তিনি বলেন, মোট ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন সাবজেক্ট কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। মঙ্গলবার তা প্রকাশ করা হবে।

নুরুল ইসলাম খান নাসিম বলেন, সোমবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশত্যাগের আগে বিএনপির এই নেতা কমিটির অনুমোদন দিয়েছেন।

শ্রমিক দল সূত্রে পাওয়া পূর্ণাঙ্গ কমিটি হল- সভাপতি আনোয়ার হোসাইন (টেক্সটাইল সেক্টর চট্টগ্রাম), সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম (জনতা ব্যাংক), কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, সিনিয়র সহ-সভাপতি শফিউল ইসলাম, সহ-সভাপতি মতিউর রহমান ফরাজী (যশোর), আ. রহিম বকশ দুদু (খুলনা), আবুল কালাম আজাদ (বিদ্যুৎ), মেহেদী আলী খান (অগ্রণী ব্যাংক), রফিকুল ইসলাম (রেল), বশির আহমেদ (বরিশাল), ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির (সিলেট), যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল উল্লাহ বাহার (চট্টগ্রাম), মোস্তাফিজুল করিম (পানি উন্নয়ন বোর্ড), সাইফুল হক চৌধুরী (দিনাজপুর), জালাল আহমেদ (উত্তরা ব্যাংক), সহ-সাধারণ সম্পাদক এমজি ফারুক (বরিশাল), আ. সামাদ (সাতক্ষীরা), মিয়া মিজানুর রহমান (ওয়াসা), ফজলুল হক মোল্লা (তিতাস গ্যাস), জাহাঙ্গীর আলম (সিটি করপোরেশন), সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন (সোনালী ব্যাংক), স ম জামাল উদ্দিন (চট্টগ্রাম), মিজানুর রহমান চৌধুরী (রেল), সুরমান আলী (সিলেট), আব্দুল গফুর (পাবনা), দফতর সম্পাদক হারুন ভূঁইয়া (কারিগরি শিক্ষাবোর্ড), অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম (জনতা ব্যাংক), প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম (পানি উন্নয়ন বোর্ড), শিক্ষা বিষয়ক সম্পাদক আবু তাহের (টঙ্গী), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল (বিদ্যুৎ), মহিলা বিষয়ক সম্পাদক কহিনুর মাহমুদ (জনতা ব্যাংক), যুব বিষয়ক সম্পাদক খুরশীদ আলম (টিঅ্যান্ডটি), সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (নারায়ণগঞ্জ), সহ-মহিলাবিষয়ক সম্পাদক হামিদা খাতুন (বিআরটিসি), সহ-প্রচার সম্পাদক মফিদুল ইসলাম মোহন (ময়মনসিংহ)।

এ ছাড়া বিগত কমিটির সভাপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিগত কার্যকরী সভাপতি আবুল কাশেম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান সরোয়ার, সাধারণ সম্পাদক জাফরুল হাসানসহ অন্য প্রবীণ নেতাদের সমন্বয়ে মোট ২৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

(ওএস/এইচআর/মে ০৬, ২০১৪)