কুষ্টিয়া প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ফখরুল ইসলাম আলমগীরের মত নির্জলা মিথ্যাচার করতে আগে কাউকে দেখা যায়নি।

মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে ক্যানসারসহ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৬জনকে সমাজ সেবা অধিদফতরের পক্ষ থেকে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, সোমবারের হরতালে নোয়াখালীতে পিকেটারদের ইটের আঘাতে এক স্কুলশিক্ষিকা নিহত হলেন। আর এসব ঘটনায় তাদের দায় এড়িয়ে যাবার জন্য মিথ্যাচার করে সরকারের ওপর চাপিয়ে দিল।

তিনি বলেন, জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। আমরা পরিষ্কারভাবে বলেছি, মির্জা ফখরুল সাহেবরা হরতালের নামে রাজনীতির কর্মসূচির নাম করে যদি ধ্বংসাত্মক কাজ করে জ্বালাওপোড়াও ভাঙচুর করে তাহলে সরকার তার বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেবে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছে। যারা এসব অভিযোগে অভিযুক্ত তারা যে পর্যায়ের নেতাই হোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় কুষ্টিয়া সমাজসেবা অধিদফতরের উপ পরিচালক আব্দুল গনি, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর কমিটির সভাপতি তাইজাল আলী খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(কেকে/এএস/ডিসেম্বর ৩০, ২০১৪)