বৃষ্টি

ঝরা অন্ধকারে

নারী পড়তে চাও-কি

শূন্য হৃদয়ে বৃষ্টি আর ঝড়ে

আরো কিছু কবিতা আমারই শূন্য ঘরে ?

দেখ

আধখানা চাঁদ

আকাশের বুকে ছুটছে

জানালার কাঁচে ঝরছে ভোরের

আবছা মলিন আকাশ ব্যর্থ রাত্রির !

মলিন

আলোয় আমরা

দুজন পড়বো কবিতা

যখন শরীর ক্লান্ত দুচোখে

ঘুমের তৃষ্ণা তবু ঘুমোতে পারবোনা !

আনন্দে !

ঘুমোতে পারিনি

এখন শুধু স্পর্শের

প্রজ্বলন সঙ্গে স্পর্শের স্বাক্ষরও

অথচ প্রেমের কবিতাই পড়ছি এখনও !

(এএস/এপ্রিল ০২, ২০১৪)