দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : দুর্গাপুর উপজেলায় ১৫৪ টি প্রাথমিক বিদ্যালয়, ১০টি ইফতেদায়ী মাদ্রাসা,এনজিও পরিচালিত ২৩ টি, নন রেজি. ৪টি,কিন্ডার গার্ডেন ৬ টি থেকে মোট ৩৫৭৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে পাস করেছে ৩৫৩১ জন। পাসের হার ৯৮.৭৬%। আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করেছেন মঙ্গলবার দুপুর ১টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন,এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিনয় চন্দ্র শর্মা,সহকারী শিক্ষা অফিসারসহ স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

জিপিএ ৫ পেয়েছে ৮৮ জন বালক ও ৬৮ জন বালিকা। শতভাগ পাস করেছে ৪৮টি প্রাথমিক বিদ্যালয়,এনজিও পরিচালিত ১৭ টি,কিন্ডার গার্ডেন ৬টি, নন রেজি. ৪টি স্কুল। নব্য জাতীয়করন ৬৪ টি স্কুলের মধ্যে ৫৩ টি স্কুলে শতভাগ পাস করেছে।

অপরদিকে দুর্গাপুর উপজেলায় ৩৪টি উচ্চ বিদ্যালয় থেকে ২২১০জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে পাস করেছে ১৫৬৪ জন। পাসের হার ৭৪.১২% । জুনিয়র দাখিল মাদ্রাসা ৪ টি মাদ্রাসা থেকে ১৩২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে পাস করেছে ১০৭ জন। পাসের হার ৮৫.২৫% ।

জে এস সি তে এ(+) পেয়েছে ১৬ জন। এম,কে,সি,এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, দুর্গাপুর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ৮ জন, বিরিশিরি পি,সি,নল থেকে ২ জন, ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয় থেকে ১জন, এন. ভাউরতলা থেকে ১ জন, কাকৈরগড়া উচ্চ বিদ্যালয় থেকে ১জন।

(এনএস/এএস/ডিসম্বের ৩০, ২০১৪)