নিউজ ডেস্ক : আসুসের ইন্টেল এক্স৯৯ এক্সপ্রেস চিপসেটের নতুন মাদারবোর্ড বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। র‍্যাইম্পেজ ৫ এক্সট্রিম মডেলের মাদারবোর্ডটি কোরআই ৭ প্রসেসর সমর্থন করবে।

হার্ডকোর গেইমার এবং পেশাদার গ্রাফিক ডিজাইনার জন্য আদর্শ এই মাদারবোর্ডটিতে রয়েছে ওভারক্লকিং সকেট। এটি ইন্টেল ২২ ন্যানোমিটার সিপিইউ, ইন্টেল টার্বো বুস্ট প্রযুক্তি ২.০ সাপোর্ট করবে।

সর্বোচ্চ ৬৪ গিগাবাইট র‍্যাম ব্যবহারের জন্য মাদারবোর্ডটিতে রয়েছে ৮টি র‍্যাম স্লট। এছাড়া রয়েছে এনভিডিয়া এএমডি মাল্টি জিপিইউ সাপোর্ট, পিসিআই এক্সপ্রেস ৩.০ স্লট, এম.২ সকেট ৩ স্লট এবং ডুয়াল সাটা এক্সপ্রেস পোর্ট।

নানা ফিচারের এই মাদারবোর্ডটিতে রয়েছে সুপ্রীম এফএক্স ২০১৪ ফিচারের অডিও, গিগাবিট ল্যান, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০ এবং ইউএসবি ৩.০ পোর্ট। এটির মূল্য ধরা হয়েছে ৪৮ হাজার টাকা।

(ওএস/অ/ডিসেম্বর ৩০, ২০১৪)