জয়পুরহাট প্রতিনিধি : ঢাকার মিরপুর মডেল থানায় দায়ের করা নারী ও শিশু অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি শিউলীকে (৩৫) জয়পুরহাট থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয় গোয়েন্দা পুলিশের সহায়তায় মিরপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হেলেনা পারভীন তাকে গ্রেফতার করেন।

শিউলী সদর উপজেলার চিশতিয়া পাড়ার বকুল হোসেনের স্ত্রী।

জেলা ডিবি কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২৫ ফেব্রুয়ারি মিরপুর মডেল থানায় দায়ের করা নারী ও শিশু অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি জয়পুরহাটে অবস্থান করছেন-এমন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হেলেনা পারভীনের নেতৃত্বে চার সদস্যের একটি দল স্থানীয় ডিবি ফোর্সকে সঙ্গে নিয়ে শিউলীকে মঙ্গলবার ভোরে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত শিউলীকে ঢাকার উদ্দেশে নিয়ে গেছে সংশ্লিষ্ট টিম।

স্থানীয় সূত্র জানায়, জাল স্ট্যাম্প ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে সম্প্রতি শিউলীর স্বামীকে দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তার স্বামী এখন কারাগারে রয়েছেন।

(ওএস/এইচআর/মে ০৬, ২০১৪)