ঝালকাঠি প্রতিনিধি : নারীর ক্ষমতায়ন, নারীর প্রতি সহিংসতা রোধ এবং নারীর সার্বিক উন্নয়নে জনসচেতনতা বাড়াতে ঝালকাঠিতে মঙ্গলবার র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভার ‘জেন্ডার অ্যাকশন প্লান’ কার্যক্রমের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। পৌরসভা প্রাঙ্গন থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, সুবিধাভোগী নারী, মিডিয়াকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নেন। পরে পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে পৌরমেয়র আফজাল হোসেন রানা, পৌরসভার সচিব শাহীন আখতার এবং নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সদস্য সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু বক্তৃতা করেন।

(এএম/পি/ডিসেম্বর ৩০, ২০১৪)