রাঙ্গামাটি প্রতিনিধি : কাপ্তাই হ্রদে অস্বাভাবিকভাবে পানি শুকিয়ে যাওয়ায় কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটের ২টি ইউনিট বন্ধ রাখা হয়েছে ।

জানা যায়, কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের সচল ৫টি ইউনিটে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে। বর্তমানে চালু ৩টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ৮৮ মেগাওয়াট। এর মধ্যে ১টি পুরোদমে চললেও পানির অভাবে অপর ২টি ইউনিট রেশনিং পদ্ধতিতে চালানো হচ্ছে। হ্রদে রুলকার্ভ অনুযায়ী এ সময় পানি থাকার কথা ৮১.৬২ এমএসএল (মিন সী লেভেল)। কিন্তু বর্তমানে পানি রয়েছে ৭৬.৫৯ এমএসএল।

সূত্র জানায়, কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কাপ্তাই হ্রদে ড্রেজিং করা হয়নি। অথচ প্রতিদিন টন টন বর্জ্য কাপ্তাই হ্রদে এসে পড়ছে। এতে হ্রদে পানি ধারণক্ষমতা দিন দিন কমছে। পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় হতে কাপ্তাই হ্রদ ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হলেও এখনও পর্যন্ত ড্রেজিং হয়নি। এতে কাপ্তাই হ্রদের তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। সংকটের মুখে পড়ছে এশিয়ার বৃহত্তম কৃত্রিম লেক কাপ্তাই হ্রদ। তবে অতি দ্রুত এ সমস্যার সমাধান চান সকলেই।

(ওএস/জেএ/মে ০৬, ২০১৪)