ঝিনাইদহ প্রতিনিধি : চার দফা দাবি আদায়ে ঝিনাইদহসহ খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে। সকাল থেকে ঝিনাইদহের বিভিন্ন রুটে কোনো প্রকার যানবাহন চলাচল করছে না। হরতালের প্রভাব কিছুটা থাকলেও পরিবহণ ধর্মঘটে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।

সকালে ঝিনাইদহ শহরের আরাপপুর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, টার্মিনালসহ বিভিন্ন স্থানে শ্রমিকদের অবস্থান করতে দেখা গেছে। সকল প্রকার ইঞ্জিন চালিত যানবাহন বন্ধ রয়েছে।


উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় মামলা বন্ধ করতে হবে ও শাস্তির মেয়াদ ৩ বছর থেকে বাড়িয়ে ৭ বছর বৃদ্ধি করণের সিন্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবেসহ চার দফা দাবি আদায়ে তারা এ ধর্মঘটের ডাক দিয়েছে।


মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে এক শ্রমিক সমাবেশে খুলনা বিভাগের ১০ জেলায় ৪৮ ঘণ্টা পরিবহণ ধর্মঘটের ডাক দেয় খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আজিজুল আলম মিন্টু।

(ওএস/এইচআর/ডিসেম্বর ৩১, ২০১৪)