দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুরে বুধবার থেকে সাতদিন ব্যাপি শুরু হয়েছে কমরেড মণিসিংহ মেলা।

জাতীয় সংগীতের মধ্যে দিয়ে ১ম দিন বেলা ১১.৩০ মিঃ শুরু হয় কমরেড মণি সিংহ মেলা। পরে টঙ্ক স্মৃতি স্তম্ভে মেলার উদ্বোধন করেন মেলা উদ্যাপন কমিটির আহবায়ক প্রবীন রাজনীতিবিদ ,সমাজসেবক দূর্গা প্রসাদ তেওয়ারী ।

ব্রিটিশ বিরোধী সংগ্রামী,টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের মুক্তি সংগ্রাম ও সমাজতন্ত্রের মহান নেতা ,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্টাতা সভাপতি মণি সিংহ স্মরণে প্রতিবারের মত এবারও কমরেড মণি সিংহের ২৪ তম মৃত্যবার্ষিকীতে টঙ্ক স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে এই প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সর্বস্তরের জনতা ,জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশবরেণ্য বুদ্ধিজীবি ও সংস্কৃতিকর্মীগণ।

শ্রদ্ধা নিবেদন শেষে এক বিশাল বর্নাঢ্য র‌্যালি দুর্গাপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টঙ্ক স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে এসে শেষ হয়। বিকাল ৩ টায় দুর্গাপুর পৌরসভা মেয়র শ,ম জয়নাল আবেদীন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘কমরেড মণি সিংহ’ জীবন ও সংগ্রাম’ এর উপর বক্তব্য রাখেন মেলা উদ্যাপন কমিটির আহবায়ক দূর্গা প্রসাদ তেওয়ারী, ডা. দিবালোক সিংহ, ডা. সোহরাব হোসেন, শামছুল আলম খান, মীর আলকাছ উদ্দিন প্রমূখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করেন চন্ডিগড় অনাথ আশ্রম, সিমসাং সাংস্কৃতিক দল, ডিএসকে,ঢাকা।

(এনএস/এএস/ডিসেম্বর ৩১, ২০১৪)