স্টাফ রিপোর্টার : যেকোনো বাধা উপেক্ষা করে আগামীকাল ১ জানুয়ারি দেশের প্রতিটি স্কুলে পাঠ্যপুস্তক উৎসব হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন শিক্ষা মন্ত্রণালয় গত পাঁচ বছরের মতো এবারো বছরের প্রথম দিনে বিনামূল্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব ছাত্রছাত্রীর হাতে বই তুলে দেয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ এক বিবৃতিতে একথা বলেন।

এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের চার কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৩৭৪ জন শিক্ষার্থীর হাতে ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৯২৩টি বই দেয়া হবে।

বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির চক্র ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে অংশ নিয়ে দেশের লাখ লাখ মানুষকে হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুটেছে। তারা স্বাধীন বাংলাদেশে প্রতিটি মুহূর্তে আমাদের স্বাধীনতাকে বিপন্ন করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা আমাদের শিক্ষা ব্যবস্থা তথা নতুন প্রজন্মকে ধ্বংস করার জন্য একের পর হরতাল দিচ্ছে। বছরের প্রথম দিনে দেশের কোটি কোটি শিশু-কিশোরের মহা আনন্দপর্বে তারা কাল হরতাল ডেকেছে। আমরা সকল ছাত্রছাত্রীর হাতে বই তুলে দিয়ে তার যোগ্য জবাব দেবো।

মন্ত্রী বই উৎসবের সাথে যুক্ত সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে বই উৎসব পালনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি তার বিবৃতিতে দেশের প্রায় সাড়ে চার কোটি ছাত্রছাত্রীর কল্যাণের স্বার্থে আগামীকালের হরতাল কর্মসূচি প্রত্যাহার করার আহ্বান জানান।

প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার সকাল দশটায় রাজধানীর মতিঝিল সরকারি বালক বিদ্যালয় মাঠে কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হবে। এ অনুষ্ঠান বিটিভি এবং বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার গণভবনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন।

(ওএস/এএস/ডিসেম্বর ৩১, ২০১৪)