নাটোর প্রতিনিধি : পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আযম বলেছেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না। আইএসআইয়ের গুপ্তচর বৃত্তির উদ্দেশে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। স্বাধীনতার ৩৭ বছর পর জিয়াউর রহমান ওই আইএসআইয়ের নির্দেশে বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করেন। বঙ্গবন্ধুকে হত্যার পর তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে বহুদলীয় গণতন্ত্রের নামে রাজাকার আলবদর সহ স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছেন। বুধবার নাটোরে ছাত্রলীগের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী মির্জা আযম এসব কথা বলেন। 

স্থানীয় জেলা পরিষদ হল চত্বরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রিয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। জেলা ছাত্রলীগের বিদায়ী সভাপতি আব্দুল্লাহ আল সাকিব বাকির সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদকসফিউল আযম স্বপনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস এমপি,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি, ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি,অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এমপি,জেলা পরিষদ প্রশাসক সাজেদুর রহমান খান,সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার,অ্যাডভোকেট কামরুল ইসলাম,অ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ।

(এমআর/এএস/ডিসেম্বর ৩১, ২০১৪)