মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় স্বামীর এসিডে ঝলসে গেছে স্ত্রীর মুখমন্ডল। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। এই ঘটনায় আহত গৃহবধুকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা গেছে, স্বামীর মাদকাসক্ত নিয়ে বেশ কিছু দিন ধরে মাদারীপুর সদর উপজেলার পুর্বরাস্তি গ্রামের নাসির খলিফার সাথে তার স্ত্রীর রোকসানা বেগমের (২৫) দ্ব›দ্ধ চলে আসছিল। এই ঘটনার জের ধরে বুধবার সকালে নাসির তার স্ত্রী রোখসানা বেগমকে এসিড নিক্ষেপ করে। এসময় ঐ গৃহবধুর চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে নাসির পালিয়ে যায়। পরে পুলিশ এসে আহত গৃহবধুকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

গৃহবধু রোকসানা জানান, ‘তার স্বামী মাদকাসক্ত। সে কোন কাজকর্ম করত না। প্রায়ই সে মাদক কিনতে টাকা পয়সা চাইত। টাকা না দিলেই মারধর করত। সকালে আমার কাছে টাকা চাইছিল। আমি টাকা না দেয়ায় আমাকে এসিড নিক্ষেপ করে।’ রোসানার মা রাশিদা বেগম জানান, ‘রোকসানার কাজের টাকাতেই ওদের সংসার চলত। টাকা না দিলেই মারধর করত। আমরা ওর বিচার চাই।’ মাদারীপুর পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম জানান, ‘এসিড নিক্ষেপের ঘটনায় গৃহবধুকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এই ঘটনায় জড়িত নাসিরকে গ্রেফতারের জন্য আমরা চেষ্টা করছি। ঘটনার পর থেকেই সে পলাতক।’

(এসিএ/পি/ডিসেম্বর ৩১, ২০১৪)