মাগুরা প্রতিনিধি : সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে বুধবার শালিখা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। সম্মেলনে বর্তমান সরকারের অর্থ ও বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ গঠন, খাদ্যে সয়ং সম্পূর্ণতা, প্রবাসী শ্রমিকদের উন্নয়ন, জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ বিদ্যুৎ শিল্প, বাণিজ্য, ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম মূল বক্তব্য পাঠ করেন। পরে এ সম্পর্কে বক্তব্য রাখেন, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুন নাহার। তাছাড়া সাংবাদিক সরদার ফারুক, সাংবাদিক রুপক আইচ ও সাংবাদিক দীপক চক্রবর্তী বক্তব্য রাখেন।

(ডিসি/পি/ডিসেম্বর ৩১, ২০১৪)