স্টাফ রিপোর্টার : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ার‌ম্যান কর্নেল (অব.) অলি আহমেদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। দুদকের উপ-পরিচালক রাম মোহন নাথ তাকে জিজ্ঞাসাবাদ করছেন। এ জিজ্ঞাসাবাদ দুপুর পর্যন্ত চলবে বলে জানা গেছে।

দুদক সূত্র জানায়, এলডিপি নেতা কর্নেল (অব.) অলি আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। তিনি কমিশনে সম্পদ বিবরণী দাখিল করলে তা পর্যালোচনা করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে দুদকে সম্পদ বিবরণী জমা দিতে এসে কর্নেল (অব.) অলি বলেন, ‘১৯৯৬ সালে দুদকে আমার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছিল। সেই ধারাবাহিকতায় আমাকে সম্পদ বিবরণীর নোটিশ করা হয়। দেশের একজন সুনাগরিক হিসেবে আমি আমার সম্পদ বিবরণী দাখিল করেছি।’

(ওএস/এইচআর/জানুয়ারি ০১, ২০১৫)