বগুড়া প্রতিনিধি : জামায়াতের ডাকা হরতাল সমর্থনে বগুড়া শহরের মাটিডালী এলাকায় পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ইসলামী ছাত্রশিবির।

এ সময় পুলিশ চার রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে হরতাল সমর্থনে মাটিডালী এলাকায় জামায়াত-শিবির মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের টহল গাড়ির উপস্থিতি টের পেয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়। পুলিশও পাল্টা রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ওই গাড়িতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আবদুল ওয়ারীশ ছিলেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) আবদুল ওয়ারীশ রাইজিংবিডিকে জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে শেরপুর রোড, সাবগ্রাম এলাকায় ঝটিকা মিছিল এবং রাস্তায় আগুন দিয়েছে শিবিরের কর্মীরা।

প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির দণ্ডাদেশের প্রতিবাদে ডাকা দেশব্যাপী দুই দিনের হরতালের শেষ দিন চলছে।

(ওএস/এইচআর/জানুয়ারি ০১, ২০১৫)