শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় বৃহস্পতিবার বিভিন্ন স্কুল মাদ্রাসায় বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় শেরপুর উপজেলা সদর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহান। এসময় উপজেলা আ:লীগ সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, ম্যানেজিং কমিটির সভাপতি নূরে আলম সানি প্রমুখ উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১০টায় উপজেলার চকসাদী কাশিয়াবালা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে পাঠ্য বই তুলে দেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু। এসময় মাদ্রাসা সুপার মাও:রুহুল আমিনসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও একই দিন শেরপুর ডিজে হাইস্কুল, শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসা, মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ কেজি স্কুলে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শতাধিক প্রতিষ্ঠানে প্রায় ৬ লাখ বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনে পাঠ্যবই পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছাস লক্ষ্য করা গেছে।

(এনএএম/এএস/জানুয়ারি ০১, ২০১৫)