দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : দুর্গাপুরে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুলের প্রতিষ্টা বার্ষিকী উদযাপন ও নতুন বই বিতরণ অনুষ্ঠিত হল স্কুল প্রাঙ্গনে বৃহস্পতিবার।

দুর্গাপুর পৌর শহরের প্রানকেন্দ্রে ১নং ওয়ার্ডের সাধুপাড়ায় অবস্থিত সুনামধন্য বিদ্যাপীঠ সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন এর ২৮ তম প্রতিষ্টা বার্ষিকী উদ্যাপিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে,এম ইয়াহিয়া। কেক কেটে এই দিবসের সূচনা করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, অন্যান্যেদের অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. নূরুল আকরাম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল পারভেজ, একাডেমিক সুপারভাইজার মো. নাসিরউদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. আসাদ মিয়া, স্বপন তালুকদার প্রমুখ।

এই বিদ্যালয়টি ১লা জানুয়ারী ১৯৮৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন সাবেক সংসদ সদস্য মরহুম জালাল উদ্দিন তালুকদার। এই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা বর্তমানে ৬৫০ জন। আনুষ্ঠানিকতা শেষে নতুন বছরে নতুন বই ছাত্র,ছাত্রীদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।

(এনএস/এএস/জানুয়ারি ০১, ২০১৫)