স্টাফ রিপোর্টার : ভিসা প্রক্রিয়া সহজ করতে আরও একটি ভিসাকেন্দ্র উদ্বোধন করেছে ভারতীয় হাইকমিশন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে এ ভিসাকেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী।

ভিসা অপারেশন অফিসার নিরেশ গুপ্তা, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বাংলাদেশ প্রধান পিনাক চক্রবতীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ভিসাকেন্দ্রের বিভিন্ন কাউন্টার ঘুরে দেখেন ভারতীয় হাইকমিশনার। এ সময় ভিসা প্রার্থীদের সঙ্গেও কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সন্দীপ চক্রবর্তী বলেন, বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা দেওয়ার জন্য কোনো প্রতিনিধি নেই। অনলাইনে আবেদন করলে সিরিয়াল অনুযায়ী ভিসা দেওয়া হয়।

এজন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করলে তার জন্য ভারতীয় হাইকমিশন দায়ী নয়। এদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দের অনুরোধ জানান হাইকমিশনার।

(ওএস/এএস/জানুয়ারি ০১, ২০১৫)