গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : পাঠ্যবই উৎসবকে কেন্দ্র করে নূতন সাজে সজ্জিত হয় শিক্ষা প্রতিষ্ঠান। ময়মনসিংহের গৌরীপুরে বৃহষ্পতিবার প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদরাসার ২শ ৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৮হাজার ৯শ ৪৪শিক্ষার্থীর হাতে ৬লক্ষ ১৭হাজার ৮২৩টি নুতন বই বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা। ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এম.পি মুঠোফোনে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশে বক্তব্য রাখেন।

পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউএনও দূর-রে-শাহওয়াজ, অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিধূ ভূষণ দাস, ইসলামবাদ সিনিয়র মাদরাসায় প্রধান অতিথি হিসাবে গভর্নিং বডি ও প্রেস ক্লাবের সভাপতি মো। শফিকুল ইসলাম মিন্টু বই বিতরণ উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতণ করেন।

উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো। আকিকুর রেজা খান জানান, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯২টি, নবসরকারি ৭৮টি, কমিউনিটি বিদ্যালয় ৩টি, কিন্ডার গার্টেন ২০টি বিদ্যালয়ে ৬৪হাজার ২৪৪জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো। জাহাঙ্গীর হোসেন জানান, ৩৮টি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ৬হাজার ৫শ, ৭ম শ্রেণিতে ৫হাজার ৭শ, ৮ম শ্রেণিতে ৪হাজার ৮শ, ৯ম শ্রেণিতে ৩হাজার ৭শ, ৮টি এবতেদায়ী মাদরাসায় ১ম শ্রেণিতে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৫হাজার ২শ, ১৭টি মাদরাসায় ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ৪হাজার ৯শ শ্রেণির বই দেয়া হয়েছে।
বই বিতরণ উপলক্ষে বিদ্যালয়ে গুলো নূতন সাজে সজ্জিতকরণ করা হয়। নূতন বই হাতে পেয়ে উৎফুল্লচিত্তে শিক্ষার্থী বাড়ি ফিরেছে। নূতন বইয়ের গ্রাণ সুগন্ধ খুব ভালো লাগে বলে জানায় আর.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্র আফজাল হোসেন আবির।

(এসআইএম/এএস/জানুয়ারি ০১, ২০১৫)