বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি : নতুন বছর। প্রথম দিনেই নতুন বই। রঙিন নতুন বই পেয়ে আনন্দে উৎফুল্ল শিক্ষার্থীরা। বড়লেখা উপজেলার আনাচেকানাচে  বৃহস্পতিবার ছিল একই চিত্র। ১লা জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার সকল প্রাথমিক, এবতেদায়ী, মাধ্যমিক, দাখিল বিদ্যালয়ে পালিত হয় ‘পাঠ্যপুস্তক উৎসব’ দিবস। সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা খালি হাতে স্কুলে এসে বিনামূল্যে নতুন পাঠ্যবই নিয়ে মহানন্দে বাড়ি ফিরেছে।

উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর বৃহস্পতিবার বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অজমির সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিসি মডেল উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ করে ‘পাঠ্যপুস্তক উৎসব’ উদ্বোধন করেন। নতুন বই পেয়ে এদিন শিক্ষার্থীরা ছিল আনন্দে উদ্বেলিত।

সকালে পৌর শহরের বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে নতুন বই বিতরণ উৎসব দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, সহকারী কমিশনার(ভুমি) শারমিন সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, সমাজসেবক আব্দুল লতিফ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমেন্দ্র চন্দ্র দেব নাথ, সমাজসেবক নিমার আলী, প্রধান শিক্ষক দিপক নন্দী প্রমুখ। এদিকে সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি কাউন্সিলর তাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমেন্দ্র চন্দ্র দেব নাথ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দু কর্মকার প্রমুখ। এছাড়া বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অজমির সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিসি মডেল উচ্চ বিদ্যালয়েও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

(এলএস/পি/জানুয়ারি ০১, ২০১৪)