মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর সড়কের নিজনান্দুয়ালী তালতলা এলাকায় সৌদি প্রবাসী মিন্টু মোল্লা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মাগুরা-শ্রীপুর সড়কে এ ঘটনা ঘটে। মিন্টু মোল্ল্যা বারইপাড়া গ্রামের কালাম মোল্লার ছেলে।

মাগুরা সদর থানার এসআই বিশ্বজিৎ জানান, মাগুরা-শ্রীপুর সড়কে বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজনান্দুয়ালী তালতালা মাঠের ভিতর মিন্টু নামে এক ব্যক্তিকে দুবৃর্ত্তরা কুপিয়ে ফেলে রেখে যায়। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিন্টু মাগুরা শহর থেকে নিজ গ্রাম শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামে যাচ্ছিল।

(ওএস/এইচআর/জানুয়ারি ০২, ২০১৫)