ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আবার ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।

যান্ত্রিক ত্রুটির কারণে গত ৩০ অক্টোবর থেকে কারখানার উৎপাদন বন্ধ ছিল। মেরামত শেষে শুক্রবার সকালে কারখানাটিতে আবার উৎপাদন শুরু হয়।

আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. মোস্তাফিুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/এইচআর/জানুয়ারি ০২, ২০১৫)