নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদকসহ ৮জনের বিরুদ্ধে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে। মামলার বাদী শহরের সামন্তপুর এলাকার বাসিন্দা জুলিয়াস চৌধুরীও একটি ওয়েব পোর্টালের সম্পাদক। তিনি গতকাল শুক্রবার জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামীরা হলেন সাপ্তাহিক বাংলাভূমির সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, প্রধান সম্পাদক সৈয়দ মোকছেদুল আলম লিটন, ব্যাবস্থাপনা সম্পাদক আমিনুল ইসলাম, উপদেষ্টা মো. আব্দুস সাত্তার খান ও বার্তা সম্পাদক, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার ও সংশ্লিষ্ট ওয়েব মাস্টার।

বাদী এজাহারে উল্লেখ করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অপব্যবহার করে ওই পত্রিকায় তাকে জড়িয়ে মিথ্যা ও মানহানিহকর সংবাদ প্রকাশ করে তার ভাবমূর্তি ক্ষুন্ন এবং মানহানী ঘটানো হয়েছে।

অভিযোগ অস্বীকার করে নজরুল ইসলাম জানান, মিথ্যা অভিযোগে হয়রানীর জন্যে মামলাটি দায়ের করা হয়েছে।

(এসএএস/এএস/জানুয়ারি ০২, ২০১৫)