স্টাফ রিপোর্টার : রাজধানীতে ‘সাম্প্রদায়িকতা রুখো: সম অধিকার, সম মর্যাদা নিশ্চিত কর’ শীর্ষক স্লোগান নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মাইনরিটি রাইটস ফোরাম, বাংলাদেশের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

‘বাংলাদেশের সংখ্যালঘু: একটি সাধারণ পাঠ’ শিরোনামে ওই সেমিনারে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কার্যকরী সভাপতি মুকুল রঞ্জন সিকদার। তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায় সবসময়ই চলমান রাজনীতির সহিংসতার শিকার হয়েছে, এখনও হচ্ছে। কিন্তু এসব ঘটনায় জড়িতদের বিচার হয় না।

মুকুল রঞ্জন শিকদার বলেন, কয়েক বছর আগেও আদমশুমারিতে দেখা যায়, দেশের জনসংখ্যার ১৫ভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। কিন্তু ২০১১ সালের আদমশুমারিতে ৯ দশমিক ৬ শতাংশের কথা উল্লেখ করা হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট উৎপল বিশ্বাস। মূল প্রবন্ধে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, হামলা এবং নানামুখী সমস্যার কথা তুলে ধরা হয়।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মানস কুমার মিত্রের সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য আরমা দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মেসবাহ কামাল, নাগরিক উদ্যেগের প্রধান নির্বাহী জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. অসীম সরকার, ঢাবি পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া এবং বাংলাদেশ মতুয়া মহাসংঘের সভাপতি সুব্রত ঠাকুর বক্তব্য দেন। ‍একই সঙ্গে এসব সমস্যা সমাধানে করণীয় সম্পর্কেও বিভিন্ন আলোচনা করা হয়।

(ওএস/পিবি/জানুয়ারি ০২, ২০১৫)