বরিশাল প্রতিনিধি : কীর্তনখোলা নদীতে অর্ধনিমজ্জিত এম.ভি দীপরাজ লঞ্চ উদ্ধার অভিযান শুরু হয়েছে। শুক্রবার দ্বিতীয় দিনে অভিযানের অংশহিসেবে লঞ্চের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ আসবাবপত্র সরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার কেরানীগঞ্জের ‘মাইনুদ্দিন সালভেস’ নামের একটি বেসরকারি উদ্ধারকারী সংস্থা ১৮জন শ্রমিক নিয়ে উদ্ধার অভিযানের কাজ শুরু হয়।

এম.ভি দ্বীপরাজের সুপারভাইজার নিয়াজ মোর্শেদ জানান, মাইনুদ্দিন সালভেস নামের বেসরকারি উদ্ধারকারী সংস্থা ১৫লাখ টাকা চুক্তিতে লঞ্চটির উদ্ধার কাজ শুরু করেছেন। চুক্তি অনুযায়ী লঞ্চটি ১৫ জানুয়ারির মধ্যে উদ্ধার করার কথা রয়েছে। তিনি আরো জানান, অর্ধ নিমজ্জিত লঞ্চটি উঠানোর সময় সম্পূর্ণ পানিতে ডুবে যাওয়ার আশঙ্কায় লঞ্চের আসবাবপত্র সরিয়ে নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে বরিশাল টার্মিনাল থেকে সহস্রাধিক যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার পথে ঘণকুয়াশার কারনে লঞ্চটি দিক হারিয়ে কীর্তনখোলার বেলতলা এলাকার একটি চড়ে উঠিয়ে দেয়। লঞ্চটি উদ্ধারে বিলম্ব হওয়ায় পেছনের অংশটি ধীরে ধীরে নদীতে তলিয়ে যায়।

(টিবি/পি/জানুয়ারি ০২, ২০১৫)