বান্দরবান প্রতিনিধি : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহম্মেদ বলেছেন, ‘আমরা গাজীপুরেও সিটি করপোরেশন নির্বাচন করেছি, সেখানে আমরা প্রমাণ করেছি কিভাবে নিরপেক্ষতা বজায় রাখতে হয়, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হয়। 

শনিবার সকালে বান্দরবান নির্বাচন অফিসের জেলা সার্ভার স্টেশন পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। এসময় তিনি সার্ভার স্টেশনের বিভিন্ন রুম ঘুরে দেখেন।

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি প্রসঙ্গে সিইসি বলেন, বান্দরবানসহ তিনটি জেলা স্পেশাল জেলা, অন্য জায়গার চেয়ে এখানে শক্তভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি করা হচ্ছে। এর জন্য একটি স্পেশাল কমিটি আছে। ২৩টি তথ্য-উপাত্ত নিয়ে ভোটার তালিকা ক্রস মেচিং করা হচ্ছে।

এ সময় বান্দরবান জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নীলগিরি পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৩, ২০১৫)