বগুড়া প্রতিনিধি : সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে বগুড়ায় পরিবহন চালক ও মালিকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিএ) উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ’র পরিচালক (এনফোর্সমেন্ট) বিজয় ভূষণ পাল।

বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন বিআরটিএ’র বিভাগীয় উপ-পরিচালক উত্তম কুমার বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ, বিআরটিএ’র সহকারি পরিচালক জিয়াউর রহমান, প্রবীণ সাংবাদিক যাহেদুর রহমান, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সমাজ কল্যাণ সম্পাদক জাহিদুর রহমান, ট্রাক মালিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, দেশব্যাপী সড়ক দুর্ঘটনায় হতাহতের বিয়য়টি উদ্বেগজনক। এই পরিস্থিতি নিরসনে যানবাহন চলাচলের নিয়মাবলী মেনে চলার কোন বিকল্প নেই। তাঁরা সচেতনভাবে পরিবহন চালানোর ওপর গুরুত্বারোপ করেন। এর আগে এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

(এএসবি/এটিঅার/জানুয়ারি ০৩, ২০১৪)