বরিশাল প্রতিনিধি : বাংলাদেশ টেলিভিশন (বিটিভির) সুবর্ন জয়ন্তী অনুষ্ঠানে সাধারণ নৃত্যে সারাদেশের মধ্যে বৃস্টি অন্যতম স্থান দখল করেছে। বৃষ্টি বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের মুক্তিযোদ্ধা ক্ষিতিশ চন্দ্র সরকারের মেয়ে।

বৃষ্টি সাধারণ নৃত্যে আগৈলঝাড়া উপজেলায় প্রথম হয়ে বরিশাল জেলায় প্রথম স্থান নিয়ে বরিশাল বিভাগেও প্রথম স্থান অধিকার করে। গত বছর ১২ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে বিটিভি’র সুবর্ন জয়ন্তী অনুষ্ঠানে বিচারক মন্ডলী নৃত্য প্রতিযোগিতায় “গ” গ্রুপে সারাদেশে ৫ জনকে সেরা নির্বাচিত করেছেন। ললিতা সরকার বৃষ্টি তাদের অন্যতম। নৃত্য শিল্পী বৃষ্টি একজন সাধারণ পরিবারের মেয়ে। সে লেখাপড়ার পাশাপাশি আগৈলঝাড়া উপজেলার “নটরাজ নৃত্য অঙ্গন” নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছে। বৃষ্টি’র স্বপ্ন কোমলমতি শিশুদের লেখা পড়ার পাশাপাশি সাংস্কৃতি চর্চা করানো। তবে আর্থিক সংকটের কারণে বৃস্টির প্রতিষ্ঠান থেকে প্রতিবন্ধী ও পথ শিশুদের বিনামূল্যে নৃত্য, গীত, ছবি আঁকা শিক্ষা দেয়ায় বাধাগ্রস্থ হচ্ছে। তার স্বপ্ন পুরণের জন্য সরকারের সৃদুস্টি কামনা করেছে প্রতীভাবান এ নৃত্য শিল্পী।

(টিবি/পি/জানুয়ারি ০৩, ২০১৫)