বরিশাল প্রতিনিধি : জেলার উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামের এক স্কুল শিক্ষককে শুক্রবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। নিহত স্কুল শিক্ষক বিপুল কৃষ্ণ চক্রবর্তী (৫৭) উপজেলার ডব্লিউ.বি ইনষ্টিটিউশনের হিন্দু ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের ভাই আশুতোষ চক্রবর্তী জানান, শুক্রবার রাত আটটার দিকে বাড়ির সন্নিকটে বসে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা তার ভাইকে কুপিয়ে মারাত্মক জখম করে। একপর্যায়ে মুখোশধারী দুবৃত্তরা তাকে (বিপুল) বসত ঘরে নিয়ে তার মেয়ে কল্পনা রানীকেও মারধর করে গুরুতর আহত করে। পরবর্তীতে তাদের ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে দুবৃত্তরা পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তার ভাই স্কুল শিক্ষক বিপুল কৃষ্ণ চক্রবর্তীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি আরো জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিবেশী প্রভাবশালীদের সাথে তাদের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। প্রাথমিকভাবে তারা ধারনা করছেন জমিজমা সংক্রান্ত বিরোধের কারনেই তার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

উজিরপুর থানার ওসি মো. নুরুল ইসলাম-পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(টিবি/পি/জানুয়ারি ০৩, ২০১৫)