ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে নানা আয়োজনে ছাত্রলীগের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ঝালকাঠি শিশু পার্কে শনিবার বিকেলে কেক কাটা, আলোচনাসভা, র‌্যালী ও রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী শিশু পার্ক থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।  আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম। জেলা ছাত্রলীগ সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জামাল হোসেন মিঠু, ছাত্রলীগ শহর শাখার সভাপতি মাইনুল ইসলাম, সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক রাসেল, সদর উপজেলা সভাপতি আলী আসগর আকাশ, সাধারণ সম্পাদক সৈয়দ এজাজুল হক এজাজ, সরকারী কলেজ সভাপতি তরিকুল ইসলাম অপু, সাধারন সম্পাদক আতিকুল ইসলাম হৃদয় প্রমুখ।

রাজাপুরে বাংলাদেশ ছাত্রলীগ’র ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকাল ৫টায় থানা রোডস্থ যুবলীগ কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এর আগে আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগ সভাপতি দেবাশীষ ঘরামী দেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ইকবাল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান রুবেল, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান রুবেল।

নলছিটিতে ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও সমাবেশ করেছে নলছিটি উপজেলা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ওয়াসিম হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিাসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক রুহুল আমিন রেজভি। কাঠালিয়া উপজেলা আওয়ামীলগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফারুক সিকদার প্রধান অতিথি হিসেবে কেককেটে ছাত্রীগের ৬৭ তম জন্ম দিন পালন করেন।

(এএম/পি/জানুয়ারি ০৩, ২০১৫)