স্টাফ রিপোর্টার : তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে বিএনপিকে প্রতিহত করতে মাঠে থাকবে ছাত্রলীগ। 

রবিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।

বদিউজ্জামান সোহাগ বলেন, বিএনপি নেতা তারেক রহমান জাতির জনককে নিয়ে যে কটূক্তি করেছে তা প্রত্যাহার না করা পর্যন্ত নানা কর্মসূচির মাধ্যমে আমরা রাজনৈতিকভাবে মাঠে থাকবো।

তিনি আরো বলেন, বিএনপির কর্মসূচি প্রতিহত করতে আমরা পাল্টা কর্মসূচি দিচ্ছি, প্রয়োজনে আরো দেবো। বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে তাদের প্রতিহত করা হবে।

এছাড়া আগামী ৫ জানুয়ারি আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘গণতন্ত্রের বিজয় দিবসে’ ছাত্রলীগ অংশগ্রহণ করবে বলেও উল্লেখ করেন তিনি।

গত শুক্রবার ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে আওয়ামী লীগের নেতৃত্বে ১৬টি টিম গঠন করা হয়। ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সমাবেশে মাঠে থাকবে ছাত্রলীগ।
আজ ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দলটি।

সংগঠনের সভাপতি এইচএস বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব নন্দী, এনায়েত চঞ্চল, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত, দফতর সম্পাদক শেখ রাসেলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৪, ২০১৫)