রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামের আমির ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নোমানুল ইসলাম নোমানসহ ১৫ জামায়াত-বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নগরীতে শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটার জানান, ৫ জানুয়ারিকে কেন্দ্র করে সারাদেশ উত্তাল। আর যেকোনো আন্দোলনে সহিংসতাকারীদের প্রধান টার্গেট থাকে যাত্রীবাহী বাস। তাই নাশকতার আশঙ্কায় রবিবার সকাল থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, ৫ জানুয়ারি রাজশাহী নগরীতে নাশকতার চেষ্টা চালাতে পারে এমন আশঙ্কায় পুলিশ শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত নগড়জুড়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের ১৫১ ধারায় (নাশকতা প্রতিরোধ) গ্রেফতার দেখানো হয়েছে। আটকদের নগরীর রাজপাড়া ও বোয়ালিয়া থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

তিনি আরও জানান, ৫ জানুয়ারিকে ঘিরে সারা নগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নগরীতে যাতে কোনো ধরনের নাশকতা ঘটতে না পারে সে বিষয়ে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। আইনশৃঙ্খলা রক্ষায় আমর্ড পুলিশ ব্যাটেলিয়ান, গোয়েন্দা সংস্থাসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

(ওএস/এইচআর/জানুয়ারি ০৪, ২০১৫)