কুষ্টিয়া প্রতিনিধি : জেলার কুমারখালীতে মন্দিরের সামনের সরকারি জায়গা দখল করে নিতে উঠেপড়ে লেগেছে মহিলা পরিষদের এক প্রভাবশালী নেত্রী।

সূত্র জানায়, কুমারখালী মৌজার কুন্ডুপাড়া সর্বজনীন পূজা মন্দিরের সামনের জমি অর্পিত ও অনাগরিক সম্পত্তি হিসেবে সরকারের পক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসকের নামে রেকর্ড হয়ে আছে।

অথচ সেই জায়গা গোপনে লিজ নিয়ে উপজেলার মহিলা পরিষদের সভানেত্রী মমতাজ বেগম প্রভাব বিস্তার করে তার ভগ্নিপতির জন্য বসতবাড়ি নির্মাণ করছেন।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবুল চক্রবর্তী অভিযোগ করে বলেন, ১৯৫৬ সাল থেকে মন্দিরের সামনের সরকারি খাস জায়গাটুকু আমরা পুজা-অর্চনার কাজে ব্যবহার করে আসছি।

তিনি আরও বলেন, মন্দিরের সামনের জায়গাটুকু এভাবে দখল হয়ে গেলে সমস্যায় পড়তে হবে এখানকার কয়েকশ’ হিন্দু সম্প্রদায়ের।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

(কেকে/এএস/জানুয়ারি ০৪, ২০১৫)