স্পোর্টস ডেস্ক, ঢাকা : জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন বাজে ফর্মের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ থেকে বাদ পড়েছিলেন। বিশ্বকাপ যখন একেবারে দোরগোড়ায়, তখন দল থেকে বাদ পড়ার পর পূনরায় ফিরবেন, সে আশা সম্ভবত করেননি তিনি। কিন্তু ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণার পর সুযোগটা হেলায় হারাতে চাননি।

প্রিমিয়ার লিগ ছিল নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ। নাসির এই সুযোগটাকেই কাজে লাগালেন। ব্যাট হাতে বেশ উজ্জ্বল ছিলেন আবাহনীর হয়ে। ১৬ ম্যাচে ১৫ ইনিংস ব্যাট করে সংগ্রহ করেছেন ৫৫০ রান। গড় ছিল ৫০ করে। ১টি সেঞ্চুরি এবং ৪টি হাফ সেঞ্চুরি ছিল তার।

বিশ্বকাপে ঠাঁই পাওয়া তবুও তার কাছে ছিল একেবারে অপ্রত্যাশিত। কারণ, জিম্বাবুয়ে সিরিজে যারা ওয়ানডে দলে ছিল, তাদের মধ্য থেকে বাদ পড়ার সম্ভাবনা ছিল কম। বিশ্বকাপের দলে যখন সত্যি সত্যি ঠাঁই মিলে গেলো, তখন অনেক খুশি নাসির। বললেন, ‘বিশ্বকাপ খেলার স্বপ্ন থাকে সব ক্রিকেটারেরই। সেখান থেকে যারা দলে সুযোগ পানা, তারা অবশ্যই ভাগ্যবান।’ সেরা একাদশে ঠাঁই পেলে ভালো করার চেষ্টা করবেন এই প্রতিশ্রুতিও ভেসে এলো নাসিরের কণ্ঠ থেকে। তিনি বলেন, ‘বিশ্বকাপ দলে থাকার স্বপ্ন পূরণ হয়েছে। এবার যদি সেরা একাদশে সুযোগ পাই, তাহলে অবশ্যই ভালো কিছু করে দেখানোর চেষ্টা করবো।’

প্রিমিয়ার লিগের পারফরম্যান্স দিয়ে দলে ফিরেছেন এটা মানেন। তবে, দলে ফেরার জন্য প্রিমিয়ার লিগকেই টার্গেট বানিয়েছেন- তা মানতে নারাজ নাসির। তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগে প্রতিবছরই ভালো করি। দলে ফিরতে হবে বলে এবারের লিগে নিজের ওপর বাড়তি চাপ নিইনি। চেষ্টা করেছি ভালো খেলার এবং আমার বিশ্বাস ছিল লিগে ভালো করতে পারবো।’

(ওএস/পি/জানুয়ারি ০৪, ২০১৪)