বগুড়া প্রতিনিধি : আজ ৫ জানুয়ারী বগুড়া জেলা বিএনপি ও বগুড়া পৌর আওয়ামীলীগ শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে কর্মসূচি পালন করার ঘোষনা দেয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। গণতন্ত্র হত্যা দিবস নিয়ে বিএনপি ও গণতন্ত্র রক্ষা দিবস নিয়ে আওয়ামীলীগ এর কর্মসূচি পালন নিয়ে জেলা শহরে দুই দল মুখোমুখি হওয়ায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার রাতে জেলা প্রশাসন আলতাফুন্নেছা খেলার মাঠে ১৪৪ ধারা জারি করে।এদিকে শহরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক প্রহরায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শহরে ৪ প্লাটুন বিজিবি সদস্যসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা যায়, বগুড়া পৌর আওয়ামীলীগের উদ্যোগে ৫ জানুয়ারী সকাল ১১ টায় গণতন্ত্র রক্ষা দিবস পালন করতে আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশ আহবান করে। এ লক্ষ্যে ২ জানুয়ারী শুক্রবার বিকেল থেকে শহরে প্রচারনা শুরু করে মাইকিং করে। অপরদিকে ৫ জানুয়ারী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিকাল ৩ টায় সমাবেশের ঘোষনা দেয় জেলা বিএনপি। একই দিনে একই স্থানে দুই দলের সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনিতির আশংকায় শনিবার রাতে বগুড়া জেলা প্রশাসন বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে ১৪৪ ধারা জারি করে। জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট শিমূল কুমার সাহা জানান, ৫ জানুয়ারী সকাল ৬ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আলতাফুন্নেছা খেলার মাঠ ও মাঠ সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

এদিকে আলতাফুন্নেছা খেলার মাঠে ১৪৪ ধারা জারি থাকায় বগুড়া পৌর আওয়ামীলীগের আহবায়ক রফি রেওয়াজ খান রবিন শহরের সাতমাথায় সমাবেশ করার ঘোষনা দিয়েছে। অপরদিকে জেলা বিএনপির দফতর সম্পাদক মাহফুজার রহমান রাজু জানান, জেলা বিএনপি আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশ করতে সকল প্রস্ততি গ্রহন করেছে। সেখানে বাধা দেয়া হলে বিকল্প কোন স্থানে সমাবেশ করা হবে। বগুড়া জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শহরে ৪ প্লাটুন বিজিবি সদস্যসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শহরের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা সতর্ক প্রহরায় রয়েছে।

(এএসবি/অ/জানুয়ারি ০৫, ২০১৫)