নাটোর প্রতিনিধি : নাটোরে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে রায়হান (২০) ও রাকিব (২৫) নামে দুই যুবক নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের তেবাড়িয়া মোড়ের কাছে ওই দুই যুবক গুলিবিদ্ধসহ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা ছাত্রদলের কর্মী বলে দাবী করেছে বিএনপি। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার নাটোরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। আহতদের নাটোর ও রাজশাহী মেডিকেলের পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ৫ জানুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত কর্সূচি অনুযায়ী ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের জন্য বিএনপিকর্মীরা সকালে তেবাড়িয়া মোড়ে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একদল যুবক মোটরসাইকেলে করে এসে গুলি করে চলে যায়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক জানান, “নিহত দ’ুজনই ছাত্রদলের কর্মী। আওয়ামী লীগের কর্মীরা তাদের গুলি করে হত্যা করেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার নাটোরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে।

তবে জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল অভিযোগকে ভিত্তিহীন বলে দাবী করে বলেন, এই ঘটনার সাথে আওয়ামীলীগের কেউ জড়িত নয়। নিজেরাই নিজেদের কর্মীকে গুলি করে হত্যা করে আওয়ামীলীগের কাধে দায় চাপাচ্ছে। নাটোরে আইন শৃংখলা পরিস্থিতি নষ্ট করতেই তারা এধরনের অপকৌশল করছেন।

জেলার পুলিশ সুপার বাসুদেব বণিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকাল সাড়ে ১০টায় নাটোর শহরের তেবাড়িয়া মোড়ের কাছে ওই দুই যুবক গুলিবিদ্ধ হয়। নাটোর সদর হাসপাতালে নেওয়ার পর আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ তাদের মৃত ঘোষণা করেন। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(এমআর/অ/জানুয়ারি ০৫, ২০১৫)