অবশেষে থামল রিয়ালের জয়রথ
স্পোর্টস ডেস্ক, ঢাকা : রিয়াল মাদ্রিদের জয়রথ অবশেষে থামল। টানা ২২ ম্যাচ অপরাজিত থাকার পর রোববার পরাজয়ের স্বাদ পেল কার্লো আনচেলত্তির দল। এদিন ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে নতুন বছরের যাত্রা করল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
তবে দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে প্রথমেই এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টিতে গোল করে রিয়ালকে এগিয়ে দেন সিআর সেভেন। এর ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
কিন্তু দ্বিতীয়ার্ধেই জ্বলে উঠে শক্তিশালী ভ্যালেন্সিয়া। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে গোল করে ভ্যালেন্সিয়াকে সমতায় ফেরান রক্ষণসৈনিক এ্যান্টোনিও বারাগান। সমতায় ফিরে আরও বেশি গর্জে উঠে স্বাগতিক দলের খেলোয়াড়রা। এর ফলে ৬৫ মিনিটে দারুণ এক গোল করে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেন নিকোলাস ওটামেন্ডি। কিন্তু এরপর আর কোন গোল করতে পারেনি রিয়াল।
যে কারণে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
(ওএস/পি/জানুয়ারি ০৫, ২০১৫)