নাটোর প্রতিনিধি : ৫ জানুয়ারিকে কেন্দ্র করে নাটোরের গুরুদাসপুরে বিএনপির অফিস ভাংচুরসহ উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজের মৎস্য খামারবাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

সোমবার উপজেলার ধারাবারিষা ইউনিয়ন বিএনপি ও নয়াবাজারে উপজেলা বিএনপি অফিস এবং একই সময়ে আব্দুল আজিজের খামারবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। অপরদিকে গত রোববার সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলায় বনপাড়ায় বিএনপির মিছিলে পুলিশের লাঠি চার্চকে কেন্দ্র করে সংঘর্ষে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ একরামুল আলমসহ ৯জন আহত হয়। এসময় পুলিশ আবুল কালাম আজাদ নামে এক বিএনপি কর্মীকে আটক করেছে।

উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আব্দুল আলীম জানান, পুলিশ বিনা উষ্কানিতে শান্তিপূর্ণ মিছিলে লাঠি চার্চ শুরু করে। তাদের লাঠির আঘাতে উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলমসহ অন্তত ৯ জন আহত হয়। অপরদিকে চৌদ্দমাথা এলাকায় বিএনপির মিছিলকে কেন্দ্র করে আওয়ামীলীগের কর্মীরা স্থানীয় বিএনপি কার্যালয় ভাংচুর করে এবং বিএনপি কর্মী সাহাবুল মেম্বারের পালসার মোটরসাইকেলে আগুন দেয়।

বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম একজনকে আটকের সত্যতা স্বীকার করে জানান, পুলিশের লাঠির আঘাতে কেউ আহত হয়নি। তবে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

(এমআর/এএস/জানুয়ারি ০৫, ২০১৫)